দারমা গ্রামের পরিচয়
দারমা একটি বাংলাদেশের আদর্শ গ্রাম। এর অবস্থান বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মনবাড়ীয়া জেলার মজলিসপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড। এর দক্ষিন দিকে তিতাস নদী উত্তরে ও পূর্বে বিস্তীর্ণ মাঠ।পশ্চিমে মাঠ ও ছোট বাকাইলের অংশ বিশেষ। এটি ব্রাহ্মনবারিয়া সদর হতে খুব বেশি দুরে না হওয়ায় এলাকার মানুষের মধ্যে খুব সহজে আধুনিক ছোয়া লেগেছে।এর উন্নত যাতায়তের জন্য রয়েছে বাড়িউরা -নন্দনপুর রাস্তা।এটি ইউনিয়নের প্রবেশ দ্বার হওয়ায় এর গুরুত্ব অনেক।