দারমা গ্রামের পরিচয়

দারমা একটি বাংলাদেশের আদর্শ গ্রাম। এর অবস্থান বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মনবাড়ীয়া জেলার মজলিসপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড। এর দক্ষিন দিকে তিতাস নদী উত্তরে ও পূর্বে বিস্তীর্ণ মাঠ।পশ্চিমে মাঠ ও ছোট বাকাইলের অংশ বিশেষ। এটি ব্রাহ্মনবারিয়া সদর হতে খুব বেশি দুরে না হওয়ায় এলাকার মানুষের মধ্যে খুব সহজে আধুনিক ছোয়া লেগেছে।এর উন্নত যাতায়তের জন্য রয়েছে বাড়িউরা -নন্দনপুর রাস্তা।এটি ইউনিয়নের প্রবেশ দ্বার হওয়ায় এর গুরুত্ব অনেক।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সিলেটে ভূমিকম্প কিসের পূর্বাভাস?

বুধবারে দেখা যাবে দেশ থেকেে সুপার ব্লাড মুন

দেশে প্রথমবারের মতো পাওয়া গেল LSD মাদক