বুধবারে দেখা যাবে দেশ থেকেে সুপার ব্লাড মুন

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ থেকে দেখা যাবে সুপার ব্লাড মুন। সাধারণত যখন কোনো সময় চাঁদ লালচে বর্ণের রং ধারন করে,তখন জ্যোতির্বিদের ভাষায় তাকে বলে ব্লাড মুন।একই দিনে বিষুবরেখার কারনে চাঁদ কাছাকাছি থেকে প্রদিক্ষন করায় চাঁদ সাধারণের তুলনায় অনেক বড় হবে,যাকে ডাকা হয় সুপার মুন।

তবে একই দিনে ঘূর্ণিঝড় ইয়াশ দেশ অতিক্রম করবে।যার কারণে আকাশ মেঘলা থাকতে পারে। সন্দেহান করা হচ্ছে যে এই দিনে নাও দেখা যেতে পারে সুপার ব্লাড মুন। সবকিছু ঠিকঠাক থাকলে দেশবাসী উপভোগ করতে পারবে সুন্দর একটি সন্ধ্যা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দেশে প্রথমবারের মতো পাওয়া গেল LSD মাদক

দারমা গ্রামের পরিচয়

যে গাছ রক্ষা করবে ইহুদীদের