দেশে প্রথমবারের মতো পাওয়া গেল LSD মাদক


দেশে প্রথমবারের মতো পাওয়া গেল ক্ষতিকারক L.S.D মাদক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমানের মৃত্যুর কারণ তদন্ত করতে গিয়ে এই মাদকের সন্ধান পেল গোয়েন্দা সংস্থা।১৫ই মে মাদক সেবন করে শিক্ষার্থী হাফিজুর রহমান এবং তার ৩ বন্ধু,করা হয় কার্জন হল এলাকায়। মাদকের ক্রিয়া সচল হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এক ডাব বিক্রেতার ভ্যান থেকে দা নিয়ে নিজের গলায় আঘাত করলে হাসপাতালে নেয়া হয়, এবং ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে তদন্ত করতে গিয়ে লালমাটিয়া ও ধানমন্ডি এলাকা থেকে তিন শিক্ষার্থীকে আটক করে রমনা থানার গোয়েন্দা বিভাগ।

দুজন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও একজন ইন্ডিপেন্ডন্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র।সকলেই প্রতিষ্ঠিত পরিবারের সন্তান। তাদের কাছ থেকে এলএসডি এর ২০০টি প্লট জব্দ করা হয়েছে,যার মূল্য প্রায় ৬ লক্ষ টাকা। খুব ছোট মাদক হলেও এর ক্ষতি অনেক। দায়িত্ব পালনকারী কর্মকর্তা জানান"এটি নেদারল্যান্ডস থেকে পাচার করা হয়েছে।এবং অর্থ মিটানো হয় বিটকয়েনের মাধ্যমে।এটি বিক্রি করা হয় নকশা করা কাগজে।" তিনি আরো বলেন"যদি কোন ব্যক্তি এই সম্পর্কে যুক্ত থাকে, তার বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেয়া হবে।কোনো অজুহাত চলবে না। তিনি অভিভাবকদের সর্তক হওয়ার পরামর্শ দিয়েছেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সিলেটে ভূমিকম্প কিসের পূর্বাভাস?

বুধবারে দেখা যাবে দেশ থেকেে সুপার ব্লাড মুন