দারমা গ্রামের শিক্ষা ব্যাবস্থা
দারমা গ্রামের লোকজনকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার জন্য রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় ও ইসলামিক শিক্ষার জন্য রয়েছে একটি ক্বওমি মাদ্রাসা।এ গ্রামের প্রায় ৮২ ভাগ মানুষের প্রাক-প্রাথমিক পর্যন্ত শিক্ষা রয়েছে।৪০ ভাগেরও বেশি মানুষ রয়েছে যাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই।এ গ্রামের অধিকাংশ শিক্ষার্থী মেয়ে বা নারী। শতকরা হিসেবে ছাত্র ও ছাত্রীর অনুপাত হবে যথাক্রমে ৩৫ ভাগ এবং ৬৫ ভাগ।গ্রামে ছাত্রর সংখ্যা কম হওয়ায় কারন গুলো নিছে উপস্থাপন করা হলো- ∆ অনেক অভিভাবক মনে করেন "ছেলেরা যত দ্রুত রোজগার করতে পারেবে সংসারের উপর বোঝা তত কমবে। ∆ তারা মনে করেন যে ছেলেরা যদি লেখাপড়য় ভালোও হয় পরবর্তীতে চাকুরী পেতে বিরম্বনার স্বীকার হয়,অথবা চাকরী পায় না। ∆ আবার অনেকে এও মনে করেন যে ছেলেরা বেশি লেখাপড়া করলে অপসাংস্কৃতিক বা অভদ্র হয়ে যায়।