দারমা গ্রামের শিক্ষা ব্যাবস্থা

দারমা গ্রামের লোকজনকে আদর্শ  মানুষ হিসাবে গড়ে তোলার জন্য রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় ও ইসলামিক শিক্ষার জন্য রয়েছে একটি ক্বওমি মাদ্রাসা।এ গ্রামের প্রায় ৮২ ভাগ মানুষের প্রাক-প্রাথমিক পর্যন্ত শিক্ষা রয়েছে।৪০ ভাগেরও বেশি মানুষ রয়েছে যাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই।এ গ্রামের অধিকাংশ শিক্ষার্থী মেয়ে বা নারী। শতকরা হিসেবে ছাত্র ও ছাত্রীর অনুপাত হবে যথাক্রমে ৩৫ ভাগ এবং ৬৫ ভাগ।গ্রামে ছাত্রর সংখ্যা কম হওয়ায় কারন গুলো নিছে উপস্থাপন করা হলো-
∆ অনেক অভিভাবক মনে করেন "ছেলেরা যত দ্রুত       রোজগার করতে পারেবে সংসারের উপর বোঝা তত কমবে।
∆ তারা মনে করেন যে ছেলেরা যদি লেখাপড়য় ভালোও হয় পরবর্তীতে চাকুরী পেতে বিরম্বনার স্বীকার হয়,অথবা চাকরী পায় না।
∆ আবার অনেকে এও মনে করেন যে ছেলেরা বেশি লেখাপড়া করলে অপসাংস্কৃতিক বা অভদ্র হয়ে যায়।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দেশে প্রথমবারের মতো পাওয়া গেল LSD মাদক

দারমা গ্রামের পরিচয়

যে গাছ রক্ষা করবে ইহুদীদের