দারমা মাদ্রাসার শিক্ষকদের হয়রানির প্রসঙ্গে
গত মাসখানেক আগে যখন বাংলাদেশের একটি রাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আন্দোলন ডাক দেয়,তখন কিছু সাধারণ মানুষসহ অনেক মাদ্রাসা ছাত্র এই আন্দোলনে যোগ দিয়েছেন।তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করলেও সরকার তাদের বাধা প্রদান করে।এর প্রেক্ষিতে সরকার ছাত্রলীগ কর্মী ও পুলিশের মাধ্যমে তাদের হামলা করে।এতে সারা বাংলাদেশে শহীদ হন প্রায় ৫০ জন মানুষ যাদের মধ্যে রয়েছে সাধারণ মানুষসহ অনেক ছাত্র।এর পর চালায় বর্বরতম কান্ড সিলেট,ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া সহ আরো অনেক জেলায় অবিচারে সাধারণ মানুষ ও মাদ্রাসার শিক্ষকদের-ছাত্রদের গ্রেফতার করতে থাকে পুলিশ। এমনকি তারা রাতের বেলায় ও ঘুমাতে পারে নাা। ফসলের মাঠে কিংবা আত্মীয় স্বজনদের বাড়িতে থাকতে হয় তাদের।এমনকি কিছুদিন মাদ্রাসার তারাবীহ নামায আদায় করা যায় নি। আমাদের দারমা গ্রামে একই ঘটনা ঘটে চলেছে আজও।দু একজন গ্রাম বাসিকে গ্রেফতার করা হয়েছে।শুনা যাচ্ছে জামিয়া আইয়ুবায়া দারুল উলুম দারমা মাদ্রাসার একজন শিক্ষককে অবিচারে গ্রেফতার করা হয়েছে।তীব্র নিন্দা জানাই সরকারের এই অনৈতিক কাজ কর্মকাণ্ড।
সরকারের অবশ্যই এদিকে সুনজর দেওয়া উচিত
উত্তরমুছুন