প্রচন্ড তাপদাহে জ্বলছে দেশ

 আজকে সারাদেশে প্রচন্ড তাপদাহ চলছে। সাধারণ মানুষের চলাচল করা কঠিন হয়ে পড়েছে।ছাতায়ও যেন মিলছে না রেহাই।আজকে দেশের গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬° সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে,দুদিন ধরে আন্দোমান দ্বীপের কাছে বঙ্গোপসাগরে লঘুচাপ হওয়ার কারণে এরকম গরম পরেছে।যদি দিনকয়েক লঘুচাপ একই ধারায় চলতে থাকে তবে তা থেকে সৃষ্টি হতে পারে নিম্নচাপের।আর এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।যা ঘন্টায় ৬৫ কি.মি বেগে আঘাত হানতে পারে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও ভারতের পশ্চিমবঙ্গ ও ওরিঁশা রাজ্যে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দেশে প্রথমবারের মতো পাওয়া গেল LSD মাদক

দারমা গ্রামের পরিচয়

যে গাছ রক্ষা করবে ইহুদীদের