কেন তাকসিম মসজিদ এতো গুরুত্বপূর্ণ?
সোশ্যাল মিডিয়াতে ইদানিং দেখা যায় বিশেষত তরুণ প্রজন্ম তাকসিম মসজিদ ইস্যু সম্পর্কে একেবারেই অপরিচিত। "এই বিষয়টিকে কেন এত বাড়িয়ে বলা হচ্ছে", "একটি ছোট মসজিদ, তাতে এতো কী আসে যায়" এর মত মন্তব্যগুলি যখন দেখলাম তখন এটি নিয়ে একটু বিস্তারিত জানানোর প্রয়োজন অনুভ করা হলো। কারণ নতুন প্রজন্ম সাম্প্রতিক ইতিহাসই জানে না। সুতরাং, অতীতে যা ঘটেছে তা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবেন না। আজ তুরস্কের তাকসিম মসজিদটি কেন তুরস্কবাসীর কাছে এতো গুরুত্বপূর্ণ তা নিয়ে একটু আলোচনা করা যাক ।
প্রথমত জানিয়ে রাখি যে তাকসিম মসজিদ আজকের বিষয় নয়। এটি ১৫০ বছর পূর্বে শুরু হওয়া ইসলাম নিয়ে বেঁচে থাকার লড়াই, এবং ইসলামকে প্রতিষ্ঠিত করার লড়াইয়ের প্রতীক। তাকসিম / বেইওউলু অঞ্চল এমন একটি অঞ্চল যেখানে পূর্বে অমুসলিমরা বাস করত, যেটিকে ওসমানী খিলাফতের আমলে “পেরা” বলা হত। এটি বহু শতাব্দী ধরে বেশ্যাবৃত্তির কেন্দ্রবিন্দু ছিলো, কারণ এটিই একমাত্র অঞ্চল যেখানে মদ গাজা ইত্যাদি সহ সকল অপকর্মের অনুমতি রয়েছে।
দ্বিতীয়ত ওসমানী সাম্রাজ্যের দুর্বল হওয়ার সময় এটি একটি মুক্ত অঞ্চল হিসাবে বিদেশী মিশন, গুপ্তচর এবং বিভিন্ন ফর্মেশনগুলির কেন্দ্রস্থলে পরিণত হয়েছিল। অষ্টাদশ শতাব্দীতে অটোমান-রাশিয়ান যুদ্ধের পরে রাশিয়ানরা এখানে অর্থোডক্স চার্চ নির্মান করার পরে মুসলিম জনগণের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। কারণ এই অঞ্চলে অনেক গীর্জা এবং উপাসনালয় থাকার পরেও রাশিয়ানরা তাদের নিজস্ব গীর্জা তৈরি করার কারনে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। এই সমস্ত গীর্জা এবং উপাসনালয়গুলির বিকল্প হিসাবে মাত্র ১ টি ছোট মসজিদের (আগা মসজিদ) উপস্থিতি মুসলমানদের মর্যাদায় আঘাত হানে। এরপরে সুলতান আব্দুল হামিদ সেই সময়ে এই অঞ্চলে একটি জামে মসজিদ নির্মাণের পরিকল্পনা করেছিলেন। পশ্চিমা দেশগুলি এই পরিকল্পনার কথা শুনেই উসমানীয় সাম্রাজ্যকে হুমকি ধামকি দেয়া শুরু করে। পরে আর সামনে এগুনো সম্ভব হয়নি। ১৯৫২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী আদনান মেন্ডেরেসের শাসন আমলে মসজিদ ইস্যুটি দ্বিতীয়বার জনসম্মুখে আনা হয়। কিন্তু আগেরবারের মতো পশ্চিমা দেশগুলির হুমকিতে আবারো পিছু হটতে বাধ্য হয়েছিল।
যদিও ১৯৬০ এর পরে বেইওউলু অঞ্চলের সৈন্যবাহিনী, সংখ্যালঘু এবং অমুসলিমরা এই অঞ্চলটি থেকে পুরোপুরি বের হয়ে যাওয়ার পরে মুসলিম জনগোষ্ঠী তাদের জায়গাগুলিতে বসতি স্থাপন করেছিল। কিন্তু তার পরেও মসজিদটির নির্মাণকাজ বহু বছর ধরেই বিভিন্ন বাধা বিপত্তির সম্মূখীন হতে থাকে। সুলেইমান দেমিরেল (১৯৭৯) এবং তুরগুত ওজাল (১৯৮৮) তকসিমের কাছের এই মসজিদের প্রস্তাবটি তাদের শাসন আমলে হাতে নেয়ার পরেই পশ্চিমাদের চাপ এবং দেশের মধ্যের ইসলামের শত্রু, কমিউনিষ্ট এবং বামপন্থীদের প্রচণ্ড চাপের কারণে আবারো পিছু হটার পদক্ষেপ নিতে বাধ্য হয়। যদিও রেজেপ তাইয়িপ এরদোয়ান মেয়রত্বের সময় এবং এরবাকানের প্রধানমন্ত্রীর সময় এটিকে মূল এজেন্ডায় আনা সত্বেও ২৮ শে ফেব্রুয়ারির অভ্যুত্থানের কারণে মসজিদটি আর তৈরি করা যায়নি।
মসজিদ প্রকল্পের বিষয়টি ২০১১ সালে আবারও মামলা-মোকদ্দমার মূল বিষয়বস্তুতে পরিণত হয়েছিল। ১৯৯৩ সালে বেইওউলুর অনেক অংশকে "নগর সুরক্ষা অঞ্চল" হিসাবে ঘোষণা করা হয়েছিল। এই ঘোষণার ভিত্তিতে, সুরক্ষার জন্য উন্নয়ন পরিকল্পনার প্রস্তুতি শুরু হয়েছে। ২০১১ সালে, ১/১০০০ স্কেল "বেইওউলু আরবান সাইট সংরক্ষণ বাস্তবায়ন পরিকল্পনা" এবং 1/5000 স্কেল "বেইওউলু মাস্টার ডেভলপমেন্ট প্ল্যান" কার্যকর হয়। এটিও তাকসিম মসজিদ প্রকল্পের ভিত্তি। একই বছর এই পরিকল্পনা বাতিল করার জন্য জিহাঙ্গীর বিউটিফিকেশন অ্যাসোসিয়েশন এবং গালতা অ্যাসোসিয়েশন বেইওউলুর পৌরসভা, সংস্কৃতি ও পর্যটন মন্ত্রনালয় এবং ইস্তাম্বুল মহানগর পৌরসভার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। ইস্তাম্বুলের দশম প্রশাসনিক আদালত ২৫ সেপ্টেম্বর, ২০১৩ এ সর্বসম্মতিক্রমে এই পরিকল্পনাগুলি বাতিল করেছে।
১৯৯৪ সালের মার্চ মাসে যখন এরদোগান স্থানীয় নির্বাচনের জন্য ইস্তাম্বুলের মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করেছিলেন, তখন তিনি তাকসিমের একটি ভবনের ছাদ থেকে ক্যামেরার মাধ্যমে বর্গক্ষেত্রটি দেখিয়ে বললেন, "এটি ২০ বছর আগে তাকসিম মসজিদের জন্য বিবেচিত সেই অঞ্চলটি, আমি আশা করি এই জায়গার ভিত্তি স্থাপনের সুযোগ পাব।"
একই বছরে, তিনি ইস্তাম্বুল মহানগর পৌরসভার মেয়র হওয়ার পরে টিআরটিতে রেহা মুহতারের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন, তখন তিনি মুহতারের "আপনি ইস্তাম্বুলের অবকাঠামোর পরিবর্তনের জন্য এজাহারে তাকসিম মসজিদকে কেন আনেন? সমস্যা কি আপনার? প্রশ্নের প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন " এই বিষয় নিয়ে আপনি যতটা কথা বলেন আমি তেমন কথা বলি না, প্রেস বলছে। এখানে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে। সমিতি তার প্রস্তাব দিয়েছে, মহানগর প্রকল্পটি ব্যয় করেছে, আমার এর জন্য আলাদা কোন সময় নেই। অন্যথায়, তাকসিম মসজিদ এমন বিষয় নয় যা এই মুহূর্তে আমাকে আকৃষ্ট করবে।“
তারপরে, তিনি আবার আরেক ব্যাখ্যা দিয়ে বিতর্ককে বাড়িয়ে তুলেছিলেনঃ "আমি এর পক্ষে। তবে আমি এর জন্য অর্থ বরাদ্দ দেইনি, নাগরিক তা করবে।“ এই মসজিদ বিতর্কের বিশ বছর পরে, এরদোগান তুরস্কের দ্বাদশ রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন এবং তাকসিম মসজিদটি আবার আলোচনায় উঠে আসে।
এরদোগান এই প্রকল্পটির সূচনা করেছিলেন মেয়র থাকাকালীন। তবে রাষ্ট্রপতি থাকাকালীন বিচারিক সিদ্ধান্তের কারণে তিনি কাজ আরম্ভ করতে পারেননি। ভিতরে এবং বাইরে থেকে আসা সমস্ত হুমকি এবং আক্রমণ সত্ত্বেও রাষ্ট্রপতির নির্দেশের মাধ্যমে ২০১৭ সালে তাকসিম মসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছিল। এর পরেও Gezi Tayfası, TÜSAİD, KOÇ Group, DHKP-C, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, ম্যাসোনিক সংগঠন এবং কয়েকটি বিরোধী দল একটি বিবৃতি দিয়েছে যে তারা কোন মসজিদকে তকসিমের অনুমতি দেবে না। কিন্তু শত বাধা সত্বেও তাকসিম মসজিদটি আজ দেড়শ বছর পরে এসে নির্মান কাজ সম্পন্ন করে ইবাদতের জন্য উন্মুক্ত করা হয়েছে। এই মসজিদটি শুধুমাত্র উপাসনার কেন্দ্র নয় “পেরা” অঞ্চলের বিজয়ের প্রতিক মনে করা হয়। কারণ যে জায়গায় ইসলামের দিকে এবং নামাজের দিকে আহবান করা হয় না তা ইসলামিক ভূমি হিসাবে গৃহীত হয় না। তাই এই বিষয়টি শুধুমাত্র তাকসিম মসজিদ নয়, সামগ্রিকভাবে ইসলাম বিজয়ী করার সংগ্রাম।
আয়া সোফিয়ার মতোই তাকসিম মসজিদ ইসলামের বিজয়ের প্রতীক। কারণ এই মসজিদটি সেই অটোমান সাম্রাজ্য থেকে শুরু করে সুলতান আব্দুল হামিদ, আদনান মেন্ডেরেস, সুলেমান দেমিরেল, তুরগুত ওজাল এবং নাজমুদ্দিন এরবাকানের প্রচেষ্টা চালিয়ে গেছেন। অবশেষে রেজেপ তায়্যিপ এরদোয়ানের দৃঢ় মনোবল এবং সাহসী সিদ্ধান্তের ফলে শত বাধা বিপত্তির পরেও এই মসজিদ বাস্তবতায় রূপ পেলো।
মসজিদের বিস্তারিত তথ্যঃ
১. ২ হাজার ৪৮২ বর্গমিটার যায়গা জুড়ে অবস্থিত এই মসজিদটিতে একসাথে ৩ হাজার জন মুসল্লি নামাজ আদায় করতে পারবে। এবং মহিলাদের জন্য ৪৬৫ বর্গ মিটার যায়গা নিয়ে নামাজের স্থান তৈরি করা হয়েছে যাতে ৬২০ জন মহিলা একসাথে নামাজ আদায় করতে পারবে।
২. মসজিদটিতে ২ টি মিনার রয়েছে এবং মিনারের উচ্চতা ৬৪.৮০ মিটার করে।
৩. মসজিদের গম্বুজের উচ্চতা ৩৩ মিটার
৪. আর্কিটেক্ট হিসেবে ছিলেন শফিক বিরকিয়ে এবং সেলিম দালামান।
৫. ১৯ জানুয়ারি ২০১৭ সালে নির্মানকাজ শুরু হয় এবং দীর্ঘদিন অপেক্ষার পরে ২৮ মে ২০২১ সালে শুক্রবার স্বয়ং রেজেপ তায়্যিপ এরদোয়ানের অংশগ্রহনে এই মসজিদ নামাজের জন্য খুলে দেয়া হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন